ShobdoSrot releases in the biggest band compilation – Kaaler Kantha

by Oboyob
0 comment

‘ছাড়পত্র’ (২০০২), ‘অনুশীলন’ (২০০২), ‘প্রজন্ম’ (২০০৩), ‘দিন বদল’ (২০০৩), ‘লোকায়ত’ (২০০৪) প্রভৃতি মিক্সড অ্যালবামের পরিকল্পনা ও সমন্বয়ক ঈশা খান দূরে। এবার তিনি প্রকাশ করলেন দেশের ৬৪টি ব্যান্ডের একটি করে গান নিয়ে মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’। এটি প্রকাশ করেছে জি সিরিজ। মোট চারটি সিডিতে ১৬টি করে গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। মৌলিক গান নিয়ে এক মোড়কে এতগুলো গান প্রকাশের ঘটনা সারা বিশ্বে এটাই প্রথম। ব্যান্ডগুলো হলো ‘ক্রিপটিক ফেইট’, ‘ব্ল্যাক’, ‘আইকসন’, ‘নোভা’, ‘ফেনম্যান রিবল্ট”, “সাইকো বিনা’, ‘কার্নিভাল’, ‘সিলভার স্পুন’, ‘মিনারভা’, ‘অবয়ব’, ‘রাজত্ব’, ‘পলাশ অ্যান্ড ফ্রেন্ডস’, ‘অ্যাথলেডা’, ‘শহরতলী’, ‘প্রাচীর’, ‘মাইনাস- টু’, ‘ডি এইচ’, ‘সেভেন সাইন’, ‘পয়জন গ্রীন’, ‘ব্রীচ’, ‘নাগরিক’, জিন্স স্পিল্ট’, ‘ব্ল্যাক প্রিস্ট’, ‘আবর্তন’, ‘সুইসাইড সিজন’, ‘অ্যাসোর্ট’, ‘ক্যাডাভার’, ‘এইচআরবি’, ‘এসফেসিয়া’, ‘লোন রেঞ্জারস’, ‘জার্ক’, ‘হ্যামার হেড’, ‘শ্লোক’, ‘অ্যাসেজ’, ‘স্কেয়ার ক্রো’, ‘দ্য ট্রাপ’, ‘ইয়াত্রী’, ‘বোহেমিয়ান’, ‘রিট স্ট্রিং’, ‘দিবানিশি’, ‘দোয়াত’, ‘এপিটাফ’, ‘বিবর্ণ’, ‘চারকোল’, ‘আরাভা’, ‘ওল্ড ডেজ’, ‘অ্যালাইভ’, ‘ছায়াপথ’, ‘ব্লুইফক’, ‘ডি আই’, ‘আকড়া’, ‘ক্রিমেটিক এক্স’, ‘দ্রোহ’, ‘সার্কেল অব দ্য সিক্স’, ‘ওল্ড’, ‘অবটিক পারসেপশন’, ‘মিডিল আর্থ’, ‘প্রাকৃতিক’, ‘ভেন জেনস’, ‘ম্যাকক্রো ম্যানিয়াক’, ‘ডার্ক ফ্রেকনেন্স’, ঝিল’, ‘নির্ঝর’ ও ‘অভিযুক্ত’। অ্যালবামটির পরিকল্পনা ও সমন্বয় করেছেন দূরে। তিনি জানান, অ্যালবামটি যাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে পারে, জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের এমন কোনো ক্যাটাগরি না থাকলেও বিষয়টি নিয়ে তারা ভাবছে।

 

Sources: Kaaler Kantha

You may also like

Leave a Comment